বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
শাহজাদপুর,সিরাজগঞ্জ।
মতামত |
পরামর্শ |
১. শাহজাদপুর উপজেলা বিআরডিবি অফিস হতে ঋণ গ্রহণ করে ঋণের সঠিক ট্রেডভিত্তিক করা হয় না কেন? |
১. ঋণের যদি সঠিক ব্যবহার করা হয় তাহলে একজন ব্যক্তি অবশ্যই স্বাবলম্বী হবে। তাই ট্রেডভিত্তিক ঋণ পরিচালনা সঠিক করার জন্য পরামর্শ দেওয়া হলো। |
২.প্রশিক্ষণ গ্রহণ করে উক্ত প্রশিক্ষণের উপর চর্চা না করা হয় কেন? |
২.দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করে যদি তার সদ্ব্যব্যবহার না করা হয় তাহলে কাজের ব্যাঘাত ঘটে। তাই বার বার চর্চা করার জন্য পরামর্শ দেওয়া হলো। |
৩.সমিতি/দলে নিয়মিত সঞ্চয় জমাকরণ এবং মাসিক/সমন্বয় সভা কেন করা হয় না? |
৩.প্রতিনিয়ত সমিতিতে যদি সঞ্চয় জমা করা হয় তাহলে একজন ব্যক্তির সঞ্চয় বৃদ্ধি হবে। সেইসাথে সেই সঞ্চয় দিয়ে সে অনেক কাজে অর্থ ব্যয় করতে পারে। তাই নিয়মিত সঞ্চয় জমাকরণ এবং মাসিক/সাপ্তাহিক/উঠান বৈঠক করার জন্য পরামর্শ প্রদান করা হলো। |
ধন্যবাদান্তে
আব্দুল্লাহ্ আল আমিন
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার
শাহজাদপুর,সিরাজগঞ্জ।
পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
উপজেলা পরিষদে ঋণ বিতরণ
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বক্তব্য
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস