Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (বিআরডিবি) অফিসের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। 


সাম্প্রতিক কর্মকান্ড

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত গ্রাম হবে শহর এই প্রতিপাদ্য কে সামনে রেখে গ্রামীন জনগোষ্ঠিকে পলস্নী উদ্যোক্ত তৈরি এবং ক্ষুদ্র ঋণের পাশাপাশি পল্লী উদ্যোক্ত ঋণ প্রদান করে আত্মনির্ভরশীল হিসের্বে গড়ে তোলার জন্য বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড,শাহজাদপুর,সিরাজগঞ্জ এর বিভিন্ন প্রকল্প/কর্মসূচী যেমন- মুল কর্মসূচী, আবর্তক কর্মসূচী,সদাবিক কর্মসূচী,পল্লী প্রগতি কর্মসূচী,বীর মুক্তিযোদ্ধা,অপ্রধান শস্য ও বাজারজাতকরণ কর্মসূচী এবং সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি)  প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সর্বদায় কাজ করে যাচ্ছে। এছাড়া দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় । দীর্ঘমেয়াদী ০২মাস ব্যাপি প্রশিক্ষণ যেমনঃ পাবনা টিটিসিতে দর্জি ,রেফ্রিজারেশন,প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি।