Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (বিআরডিবি) অফিসের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। 


সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়

শাহজাদপুর,সিরাজগঞ্জ।

সিটিজেন চার্টার বিআরডিবি শাহজাদপুর

প্রকল্প/কর্মসূচী

উদ্দেশ্য ও লক্ষ্য

1.কৃষি উন্নয়ন কর্মকান্ড

1.গ্রাম গ্রামে ক্ষুদ্র ও মাঝারী কৃষকদের সংগঠন তৈরি।

2.কৃষি ঋণ কর্মসূচি

2. উন্নয়ন কার্যক্রম ও উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান

3.সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী

3.ঋণ প্রদান ও জনসচেতনা সৃষ্টি

4.পল্লী প্রগতি কর্মসূচি (পোতাজিয়া ইউপি)

4.ক্ষুদ্র ‍সঞ্চয়ের মাধ্যমে পুজি গঠন

5.অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মকর্মসংস্থান কর্মসূচি

5.দারিদ্র জনগোষ্ঠীকে আয়বর্ধনমুলক কর্মকান্ডে ঋণ সহায়তা প্রদান

6.গুচ্ছগ্রাম প্রকল্প

6.ঋণ কার্যক্রম ও সদস্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

7.দারিদ্র বিমোচনের লক্ষ্যে অপ্রধান শস্য ও বাজারজাতকরণ কর্মসূচী

7.মহিলাদের সংগঠিত করে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি,নারীর ক্ষমতায়ন করা এবং সবচেয়ে কম 4% এ ঋণ সহায়তা প্রদান করা।

8.সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)

5.নিজস্ব পুজি গঠন করা এবং সেই পুজি হতে ঋণ সহায়তা প্রদান করা।



প্রকল্পের আওতায় ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। যেমনঃ

ক.টেইলারিং এন্ড গার্মেন্টস (মহিলা) খ. প্লাম্বিং এবং পাইপ ফিটিংস (পুরুষ),গ. গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং

ঘ. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং টেনিং .ঙ.ড্রাইভিং.6.মোবাইল সার্ভিসিং.চ.ইলেকট্রিক সহ ইত্যাদি প্রশিক্ষণ দিয়ে তাদের স্বামলম্বী করা হয়। 


9.সেবামুলক কর্মকান্ড

9.স্বাস্থ্য সম্মত জলাবদ্ধ পায়খানা ব্যবহার

নিরাপদ পানির ব্যবহার.

পরিবার পরিকল্পনা গ্রহণ.

গবাদি পশুপাখির টিকা দান কর্মসূচী.

বৃক্ষরোপন কর্মসূচী .

ভিডিও

পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

উপজেলা পরিষদে ঋণ বিতরণ

উপজেলা পরিষদে ঋণ বিতরণ

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বক্তব্য

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বক্তব্য

বিআরডিবি ভিডিও ডকুমেন্টরি